ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাংশায় চুরি হওয়া মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলার মডেল মসজিদের গ্যারেজ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার করেছে র‍্যাব। একই সাথে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
 
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গ্রেপ্তাররা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. আ. মালেক সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম রনি (৩১) ও একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩০)।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার পাংশা মডেল মসজিদের নিচতলায় গ্যারেজে রাখা মো. আতিকুর রহমান কুতুবের (৩৩) একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল কে বা কারা তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। এর আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী আতিকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
 
 
এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি টিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় অভিযান চালিয়ে গতকাল বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল জেলার গৌরনদী মডেল থানার মাহিলারা বাজার এলাকা থেকে চোর চক্রের ওই ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
 
র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার জানান, পাংশা মডেল মসজিদ থেকে মোটরসাইকেল চুরি হলে এ ঘটনায় মামলা হয়। পরে আমরা অভিযান চালিয়ে বরিশাল থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
 
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
NJ
আরও পড়ুন