শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে ঋষি সুশ্রুত ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্প। অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে প্রায় ১০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং পাশাপাশি ধর্মীয় লিফলেট বিতরণ করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়ায় বাংলাদেশ অগ্নিবীর এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠনটির মেঘনা শাখার সহ-মাঠকার্য সমন্বয়ক শ্রী অয়ন চক্রবর্তী বলেন, রক্তদান একটি মহৎ কাজ। আমরা রক্তদাতাদের নিয়ে কাজ করে থাকি। প্রতিনিয়ত আমাদের কাছে অনেক রোগী রক্তের প্রয়োজনে যোগাযোগ করে থাকেন। কখনো আমরা তা ব্যবস্থা করতে পারি আবার অনেক সময় পারি না। আমরা যেন সকলকে সময় মতো রক্তের ব্যবস্থা করে দিতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করছি।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা মালতী রাণী বলেন, আমি অনেক দিন ধরে রক্ত দেওয়ার চেষ্টায় আছি কিন্তু কখনো সেই সুযোগ হয়ে উঠেনি। এখন এই সংগঠনের মাধ্যমে যদি সেই সুযোগ হয় তাহলে আমি রক্ত দান করে মহৎ কাজে অংশ নিতে চাই। এসময় সাংবাদিক দুর্জয় রবি দাসসহ বাংলাদেশ অগ্নিবীর সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
