পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চাষিদের মাঝে বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব গম ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃষি অফিস জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালিন পেয়াজ, মুগ, মসুর, খেসারিসহ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। সে হিসেবে উপজেলার ৬ হাজার চাষি কৃষি উপকরণ হিসেবে ৫ কেজি গম ও ২০ কেজি সার পাচ্ছেন। প্রতি ৫ জনকে গ্রুপ করে দেওয়া হচ্ছে এসব বীজ ও সার।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, রবি ২৫/২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে গমের বীজ ৫ কেজি ও ২০ কেজি সার প্রদান করা হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বান্দরবানে চার্চে চেয়ার বিতরণ করলো সেনাবাহিনী