ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাদরাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম

মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর ২০২৫ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

HN
আরও পড়ুন