গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থামিয়ে দেওয়ার জন্য ভয় দেখানোর পর বহরে থাকা জাহাজগুলো আটক শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেলগুলোর একটি বিবৃতিতে বলা হয়েছে, মিশনের 'জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে।'
বিবৃতিতে বলা হয়েছে, 'ক্যামেরা অফলাইনে আছে এবং সামরিক কর্মীরা জাহাজে উঠেছেন। আমরা জাহাজে থাকা সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং অবস্থা নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি।'
এর আগে পৃথক বিবৃতিতে নৌবহরটি জানায়, ইসরায়েলি জাহাজগুলো বুধবার (১ অক্টোবর) ফিলিস্তিনি ভূখণ্ডের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তাদের দুটি জাহাজের কাছে এসে 'বিপজ্জনক এবং ভীতি প্রদর্শনমূলক কৌশল' ব্যবহার করেছে।
আয়োজকরা জানিয়েছেন, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে ফ্লোটিলার দুটি নৌকা আলমা এবং সিরিয়াসকে ঘিরে ফেলে। সমস্ত নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়।
ফ্লোটিলার বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি 'এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের মারাত্মক বিপদের মধ্যে ফেলেছে।'
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি