ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় ১৬০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার ১

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম
মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃঞ্চনগর গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আব্দুল মাজেদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
 
বুধবার (১ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ১৬০০ পিস এম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল মাজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান কালীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন।
 
গ্রেপ্তার আসামিকে কালীগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
NJ
আরও পড়ুন