বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড়ের হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক মো. সোহান (২৭) রাজধানী ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকারের ছেলে।
জানা যায়, ঢাকা থেকে দুই বন্ধু মো. সোহান ও মো. শাকিল লামায় মাতামুহুরী নদীর সাদা পাহাড়ে হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে আসে। দুপুরে ২ জন পর্যটক রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় স্রোতে সোহান পানিতে ডুবে নিখোঁজ হন। তার সাথে থাকা মো. শাকিল (২৭) নামে আরেকজন সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লামা ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান চালায়। তবে এ পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ মো. সোহানের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
হাওরে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ