আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল দারুণ নাটকীয়। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ঝড়ো সূচনায় স্বস্তিতে ছিল দল। ১১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান তুলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল অনায়াস জয়ের পথে। কিন্তু মুহূর্তেই ভেঙে পড়ে শুরুর স্বপ্ন। মাত্র ৭ বলে ৬ উইকেট হারিয়ে ১৫.৪ ওভারে স্কোর দাঁড়ায় ১১৮।
ঠিক সেই সময় নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের জুটি দলকে রক্ষা করে। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গত রাতে ম্যাচ শেষে জাকের আলী অনিক বললেন, কোনো দুশ্চিন্তা তাদের মনে ছিল না, ‘ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম আমি। আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে। সতীর্থরা যেভাবে খেলা শেষ করেছে, দারুণ হয়েছে।’ সতীর্থদের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা শুরুটা ভালো করেছি। আফগানিস্তানও ঘুরে দাঁড়িয়েছে। ক্রিকেট ফানি গেম। ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে।’
তবে ম্যাচে বাংলাদেশের বোলিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অধিনায়ক। শেষ তিন ওভারে আফগানরা ৪২ রান তুলে নেয়। বিশেষ করে তাসকিন আহমেদের এক ওভারেই আসে ২২ রান, যদিও তিনিই ফেরান বিপজ্জনক নবিকে, ‘বোলাররা নিয়মিত ভালো করছে। তবে শেষদিকে আমরা কিছু রান বিলি করেছি। আজকের জয় আত্মবিশ্বাস দেবে। এবার সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’
