ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্পের গাজা পরিকল্পনা মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়া নয়: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়া নয় বলে মন্তব্য করেছেন পাকিন্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন।

ইসহাক দার বলেন, ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছেন, তা আমাদের নয়, আমাদের খসড়ায় পরিবর্তন আনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ ও ওআইসি ব্যর্থ হওয়ায় মুসলিম দেশগুলো শেষ আশার প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিলো।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনা উন্মোচন করা হয়েছিল পাকিস্তান, সৌদি আরব, কাতার, জর্ডান, মিশর, তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর।

ইসহাক দার বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যুক্তরাষ্ট্র তাদের বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে। তবে বাকি বিষয়ে আলোচনার সুযোগ রাখা বা ট্রাম্পের ২০ দফা বাস্তবায়ন, এই দুই বিকল্প ছিলো।

পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সংসদে আশ্বস্ত করে বলেন, পাকিস্তানের ফিলিস্তিন নীতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সময় থেকে যেমন ছিলো, এখনো তেমনই রয়েছে এবং ভবিষ্যতেও বদলাবে না।

গাজায় সাহায্য বহনকারী ফ্লোটিলা আটককৃতদের মধ্যে পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদও রয়েছেন বলে জানিয়েছেন ইসহাক দার। সূত্র : জিও নিউজ

MH/FJ
আরও পড়ুন