ঢাকা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ থেকে ২২ দিন মেঘনায় ইলিশ ধরা নিষেধ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:১১ এএম

ইলিশ সম্পদ সংরক্ষণে আজ মধ্যরাত থেকে মেঘনায় সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে দেশের সব নদী ও সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার সময়ে জেলেদেরকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে বলে মৎস্য দফতর জানায়।

কুয়াকাটা, মহিপুর ও আলীপুরের গভীর সমুদ্রগামী জেলেরা এ সময়ে মাছ ধরা বন্ধ রাখার সব প্রস্তুতি নিয়েছেন। নিরাপদে নিয়েছেন তাদের মাছধরা ট্রলার। প্রয়োজনীয় মেরামতের কাজও এ সময় সেরে নেবেন, স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে এ প্রস্তুতির বিষয়ে জানা গেছে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। অভিযানের এ সময়ে সঠিক তালিকা তৈরি করে জেলেদের মধ্যে বরাদ্দকৃত চাল বিতরণের কাজ দ্রুত করা হবে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে ১৪ হাজার ৯৮ জন নিবন্ধিত জেলে রয়েছেন। রামগতিতে নিবন্ধিত জেলের সংখ্যা ২০ হাজার ৩৬০ জন। দুই উপজেলায় মোট ৩৪ হাজার ৪৫৮ জন জেলে এখন সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে।

মৎস্য অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত আজ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

মেঘনা নদীর এই ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করছে সরকার। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার এবার কড়া পদক্ষেপ নিয়েছে। দক্ষিণের নদীগুলোতে ড্রোন উড়িয়ে পাহারা দেবে মৎস্য বিভাগ। এ অভিযানে মৎস্য বিভাগের সঙ্গে অংশ নেবে নৌ পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব ও সেনাবাহিনী।

AHA
আরও পড়ুন