ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছবিতে পাতার মধ্যে কী দেখতে পাচ্ছেন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম

অপটিক্যাল ইলিউশন (optical illusion) হচ্ছে একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিও’র একাধিক অর্থ, যা ব্যক্তিভেদে সবসময় আলাদা উত্তর হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে এক দৃষ্টিভ্রমের ছবি। প্রথম দেখায় মনে হবে, শুধু কিছু সবুজ পাতা। কিন্তু ঠিক পাতার মধ্যেই লুকিয়ে আছে একটি ব্যাঙ!

চ্যালেঞ্জ: ১৫ সেকেন্ডের মধ্যে ব্যাঙটি খুঁজে বের করুন। বলাই বাহুল্য, যারা খুঁজে পান, তাদের চোখ সত্যিই তীক্ষ্ম!

কেন এই ছবি এত আলোচনায়?
এমন দৃষ্টিভ্রম ছবিগুলো শুধু মজা নয়, বরং মস্তিষ্কের ব্যায়ামও। এটি আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা শক্তিশালী, সেটাও জানিয়ে দেয়।

খুঁজে পেয়েছেন?
যদি এখনও না পেয়ে থাকেন, আবার একবার মনোযোগ দিয়ে দেখুন। ব্যাঙটি পাতার রঙের সঙ্গে এতটাই মিশে আছে, খুঁজে পাওয়া সহজ নয়।

খুঁজে পেলে অভিনন্দন! আর না পেলে? চিন্তার কিছু নেই—ছবির শেষে লাল চিহ্নে ব্যাঙটি দেখিয়ে দেওয়া হয়েছে।

AHA
আরও পড়ুন