ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উত্তরই বলে দেবে সঙ্গী হিসেবে আপনি কেমন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

বর্তমান সময় (Optical illusions) দৃষ্টিভ্রম ছবি জায়গা করে নিয়েছে তরুণ প্রজন্মের কাছে। যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই স্পষ্ট বোঝা যায়। মেধা যাচাইয়ের সহজ কৌশল হিসেবে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে এটি। বিনোদন ও মস্তিষ্কের বিকাশ একসঙ্গে হওয়ার কারণে ক্রমশ এর জনপ্রিয়তাও বাড়ছে।

আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, দৃষ্টিভ্রম ছবি-ভিডিও একটি হলেও অধিকাংশ সময়ই এর উত্তর আলাদা আলাদা হয়ে থাকে। ব্যক্তিভেদে উত্তর আলাদা হওয়ার কারণে যেমন অন্যের ভাবনা ও কৌশল সম্পর্কে জানা যায়, একইসঙ্গে জটিল বিষয় সমাধানের উপায় সম্পর্কেও জানা যায়। কখনো কখনো কিছু দৃষ্টিভ্রম সমাধানে চোখের দৃষ্টির প্রখরতারও প্রয়োজন হয়। ফলে দৃষ্টি, মেধা ও বিনোদনের জন্য সবাই সময় কাটিয়ে থাকেন দৃষ্টিভ্রম ছবি-ভিডিওতে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দৃষ্টিভ্রম ছবি সমাধান জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পর্যবেক্ষণ ক্ষমতাও বাড়ায়। যা একজন মানুষের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। তবে দৃষ্টিভ্রম ছবি সমাধান সবসময় যে বাস্তবজীবনের সঙ্গে সামঞ্জস্য হবে, তা ঠিক নয়। এ জন্য এর ওপর সম্পূর্ণ বিশ্বাস  করা ঠিক নয়।

সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম দেখায় সেই ছবিটিতে আপনি কী দেখেছেন, সেই উত্তরের ওপর নির্ভর করে বিবাহিত সম্পর্কে কোন ধরনের সঙ্গী আপনি। অর্থাৎ, সম্পর্কে সঙ্গী হিসেবে আপনি কেমন, তা বোঝা যাবে আপনার পর্যবেক্ষণের উত্তর অনুযায়ী।

প্রথমে ঝরনা দেখতে পেলে:
আপনি যদি ছবিতে তাকানোর পর প্রথম দেখাতে ঝরনা দেখতে পান, তাহলে আপনার সঙ্গী আপনার থেকে বেশি কথা বলতে পছন্দ করেন। তার নিজের বিভিন্ন ইচ্ছা মাঝে মধ্যেই আপনার ওপর চাপিয়ে দেন তিনি। তবে তার সেসব চাপিয়ে দেয়া ইচ্ছা নিয়ে কখনো কথা বলতে পারেন না আপনি। বরং চেষ্টা করেন, আপনার সঙ্গীর ইচ্ছাগুলো কীভাবে পূরণ করা যায়।

প্রথমেই যদি নারী-পুরুষের মুখ দেখেন:
প্রথম দেখাতেই যদি আপনি নারী-পুরুষের মুখ দেখেন, তাহলে আপনার সঙ্গী আপনার থেকে কম কথা বলতে পছন্দ করেন। আপনি বিভিন্ন সময় আপনার নানা ইচ্ছা তার ওপর চাপিয়ে দিয়ে থাকেন। সঙ্গীও সেসব ইচ্ছা মেনে নেন এবং খুব একটা কথা বলেন না। সঙ্গী আপনার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন সবসময়।

AHA
আরও পড়ুন