ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উপদেষ্টা পরিষদে ছাত্ররা না থাকলে এই সরকার ৩ মাসও টিকতো না: নাহিদ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম

সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নিয়ে মন্তব্য করেছেন, ‘ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকত না।’

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ছাত্রদের উপদেষ্টা পদে থাকা কি ভুল ছিল?

জবাবে নাহিদ ইসলাম জানান, ‘আমরা কেউই সরকারের উপদেষ্টা পদে যেতে চাইনি। জাতীয় সরকার গঠনের আহ্বান করা হয়েছিল। তখনই ছাত্রদের এই দায়িত্ব পালন করতে হয়েছে। যদি অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকত, তাহলে এই সরকার তিন মাসও টিকত না।’

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা তাদের প্রতি বিশ্বাস রাখেননি। তাদের প্রতি বিশ্বাস রেখে তিনি প্রতারিত হয়েছেন এবং এমন কিছু উপদেষ্টার নাম প্রকাশের হুঁশিয়ারিও দেন। নাহিদ ইসলাম দাবি করেন, অনেকে ইতোমধ্যেই সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন এবং রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো করেছেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট ক্যান্টনমেন্টে রাজনৈতিক নেতারা ‘সেজদা’ দিয়েছেন, ছাত্ররা নয়।’

এদিকে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের পর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব নেন, এখনো তিনি সেই পদ সামলাচ্ছেন। তার পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া হয় মাহফুজ আলমকে। 

এছাড়া আসিফ মাহমুদসহ দুজন ছাত্র উপদেষ্টা এখনো ড. ইউনূসের সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন।

LH/FJ
আরও পড়ুন