বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়,সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে যা সংবিধানবিরোধী ও রাষ্ট্রীয় প্রোটোকল লঙ্ঘনকারী। সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তিনি অগ্রাধিকারপ্রাপ্ত।
নোটিশে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির ছবি অপসারণের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই অবিলম্বে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করতে হবে এবং তার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবিও প্রদর্শন করতে হবে।
নোটিশে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি দোষী হলে আইনের আওতায় নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ