বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০১:০৪ এএম

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আবদুল হাকিমকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামাারের সত্ত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির দলীয় সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন হয়নি। তবে আমাদের টিম মাঠে কাজ করছে।

তিনি বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

LH
আরও পড়ুন