ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৯তম বিসিএস প্রার্থীদের আগের প্রবেশপত্র বাতিল, নতুন নির্দেশনা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পিএম

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার কিছু প্রার্থীর প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্রের নামের গরমিল পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৭ অক্টোবর সই থাকলেও পিএসসির ওয়েবসাইটে তা বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত হলের নামের সঙ্গে টেলিটকের মেসেজে হলের নামের ভিন্নতা রয়েছে, সেসব প্রার্থীকে ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। নতুনভাবে ডাউনলোড করা প্রবেশপত্রটি পরীক্ষার হলে প্রবেশের জন্য কার্যকর হবে।

এদিকে  শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র গত ৫ অক্টোবর রাত থেকে ডাউনলোড শুরু হয়। ওইদিন রাত থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করেছেন।  

তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, আগের ডাউনলোড করা প্রবেশপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। নতুন ডাউনলোড করা প্রবেশপত্রই পরীক্ষার কক্ষে প্রবেশের ক্ষেত্রে কার্যকর বলে বিবেচিত হবে।

জানা যায়, দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে পিএসসি। এ বিসিএসে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র হবে শুধু ঢাকায়।

LH/MMS
আরও পড়ুন