ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাহাড় ধসে গাড়ির ওপর পড়লো বিশাল পাথর

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম

ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ভয়াবহ এক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। চলন্ত একটি গাড়ির ওপর বিশালাকৃতির একটি পাথরখণ্ড আছড়ে পড়ে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন গাড়িতে থাকা যাত্রীরা।

এ মর্মান্তিক ঘটনার ভিডিও ধরা পড়ে গাড়ির ড্যাশক্যামে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটে গত সপ্তাহে নাথপা পয়েন্ট এলাকায়। পাহাড়ের ঢাল থেকে গড়িয়ে আসা বিশাল একটি পাথর চলন্ত গাড়ির সামনের অংশে সজোরে আছড়ে পড়ে। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে গাড়ির যাত্রীরা অক্ষত অবস্থায় রক্ষা পান। গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ঢাল বেয়ে একটি বড় পাথর গড়িয়ে নেমে এসে গাড়ির সামনের অংশে সজোরে আঘাত করে এবং এরপর নিচের নদীতে পড়ে যায়।

এর কয়েকদিন আগেই হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঝান্ডুতা উপবিভাগের বালুঘাট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে একটি যাত্রীবাহী বাস ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে এবং প্রাণ হারান অন্তত ১৫ জন।

NB/AHA
আরও পড়ুন