বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ৫ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৫। একই সময়ে ১৮৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ খবর জানা গেছে।
এদিকে বায়ুদূষণের শহরগুলোর তালিকায় ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় অবস্থানে থাকা ইতালির মিলান শহরের স্কোর ১৭০। চতুর্থ স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৬৯।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, এর লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস