ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হোটেলে জোর করে পর্যটকদের ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে জোর করে পর্যটক দম্পতিদের রুমে ঢুকে ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম (৩৫) নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মূর্ধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়াকাটার সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় “হোটেল কেয়ার” নামের একটি টিনশেড ৪ কক্ষের হোটেল ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে হালিম কৌশলে পাশের একটি হোটেলে প্রবেশ করেন। এ সময় তিনি দুটি কাপল রুমে থাকা নারী ও পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং পরে তাদের ভয়ভীতি দেখিয়ে চাপে রাখার চেষ্টা করেন।

হোটেলটির মালিক মো. শাকিল জানান, রাতে দুটি রুম ভাড়া দেওয়ার পর আমি বিশ্রামে যাই। সকালে জানতে পারি, হালিম স্টাফদের অগোচরে রুমে ঢুকে ভিডিও ধারণ করেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি।

অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পর্যটন এলাকায় অভিযান চালিয়ে হালিমকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। তার মোবাইল ফোন তল্লাশি করে ভিডিও পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, পর্যটকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। এই ঘটনায় অভিযুক্তকে শাস্তির আওতায় আনা হয়েছে, যাতে কেউ আর এমন দুঃসাহস না দেখায়।

NJ
আরও পড়ুন