প্রতিকূল আবহাওয়ার কারণে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টা ৫৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতিমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।’

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, এরপর ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শোক জ্ঞাপন করা হবে।
মূল অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য দেবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও ঐকমত্য কমিশনের সদস্যরা জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন। সবশেষে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর তার সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে "জুলাই সনদ" তৈরির প্রেক্ষাপট নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।
এর আগে দুপুরে ‘জুলাই যোদ্ধাদের’ সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিতে গিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এসময় লাঠিপেটা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
