শেষ মুহূর্তেও ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর না করার অবস্থানে অনড় রয়েছে গণঅভ্যুত্থান ২০২৪-এ নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদ সংশোধন ও দাবি পূরণ না হওয়ায় স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, ‘এর আগেও সরকার বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র দিয়েছিল। এখন সনদের বাস্তবায়ন আদেশও একইভাবে একপাক্ষিক ও পক্ষপাতমূলক হয়ে উঠছে। তাই আমাদের স্পষ্ট দাবিগুলো পূরণ না হলে এনসিপি এই সনদে স্বাক্ষর করবে না।’
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের আগে, জুলাই যোদ্ধারা তিন দফা দাবিতে অবস্থান নেন সংসদ ভবন এলাকার মঞ্চের সামনে।
তাদের দাবিগুলো হলো- জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দেওয়ার একপর্যায়ে আন্দোলনকারীরা সংসদ ভবনের একটি গেট ভাঙার চেষ্টা করলে পুলিশ ও এপিবিএন সদস্যরা বাধা দেন। এরপর শুরু হয় সংঘর্ষ। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন, যাদের মধ্যে কয়েকজন পূর্বে আন্দোলনে হাত বা পা হারিয়েছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এনসিপির সিদ্ধান্তকে “কৌশলগত ভুল” হিসেবে দেখছেন। তবে অন্য পক্ষের মত, দলটি জুলাই সনদের প্রকৃত বাস্তবায়নের প্রশ্নে ন্যায়সঙ্গত ও নৈতিক অবস্থান নিয়েছে।
এনসিপির অনুপস্থিতি এবং সংসদ এলাকায় উত্তেজনার প্রেক্ষাপটে, অনুষ্ঠানটি রাজনৈতিকভাবে অনেকটাই প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এনসিপির নতুন অঙ্গসংগঠনের আত্মপ্রকাশ
জুলাই সনদে সই করার নাম জাতীয় ঐক্য নয়: নাহিদ