নাটোরের সিংড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে বিজয়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোলই আফরোজ সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল, মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সাবেক যুগ্ন আহ্বায়ক ভিপি শামিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টুসহ আরও অনেকে।
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুকে বিজয়ী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কাপাসিয়ায় বিএনপি নেতা হাসেম চৌধুরীর গণসংযোগ