হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তীব্রতা এখনো কমেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে এবার ব্যবহার করা হয়েছে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আধুনিক রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এই প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখবে।’
জানা গেছে, কারখানা, গুদাম বা তেল-গ্যাস স্থাপনার মতো ঝুঁকিপূর্ণ স্থানে যেখানে ফায়ার ফাইটারদের সরাসরি প্রবেশ বিপজ্জনক, সেসব জায়গায় এই রোবট ব্যবহৃত হয়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত এই রোবটের শক্তিশালী ফ্যান ও পানির জেট আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ধোঁয়া ও গরম বাতাস দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে। তবে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে সময় লাগছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
শাহজালাল বিমানবন্দরে আগুন, আহত ১৭
ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ