ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অনলাইন জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব

সিংড়ায় বড়ভাইয়ের সম্বন্ধীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে বড় ভাইয়ের সম্বন্ধীকে (স্ত্রীর বড়ভাই) খুন করে পালিয়েছে ছোট ভাই।

সোমবার(২০অক্টোবর) দুপুর ১২টার দিকে সিংড়া পৌরসভার পেট্রলবাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিঠুন আলী সাহ (৩৪) উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেন সাহর ছেলে। তিনি বিয়াস মাবিয়া মোড়ের চা ও মনোহারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পেট্রলবাংলা মহল্লার মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও মাহামুদুল হাসান নিক্সনের মধ্যে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সোমবার সেই বিরোধ মীমাংসা করতে গিয়ে মিঠুন সাহ খুন হন।

এলাকাবাসী আরও জানায়, নিশান ও নিক্সন দুই ভাই অনলাইন জুয়ায় আসক্ত। সম্প্রতি জুয়া খেলার জন্য বড় ভাই নিশান নিঃস্ব হন। এ নিয়ে দুই ভাই দ্বন্দ্ব সৃষ্টি হয়। দুই ভাইয়ের দ্বন্দ্ব মীমাংসা করতে যান মিঠুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বুক ও গলায় ছুরিকাঘাত করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

JMR
আরও পড়ুন