আজ রাতের আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজ দেখা যাবে ওরিয়নিড উল্কাবৃষ্টি, সঙ্গে মিলতে পারে দুটি উজ্জ্বল ধূমকেতুর দর্শনও। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের মহাজাগতিক ঘটনা একসঙ্গে দেখা অত্যন্ত দুর্লভ।
আমেরিকান মেটিওর সোসাইটি জানিয়েছে, প্রতিবছর ২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলা এই উল্কাবৃষ্টির সেরা সময় হলো ২০ থেকে ২১ অক্টোবর রাত। আর এবারের উল্কাবৃষ্টিকে আরও স্পেশাল করে তুলেছে অমাবস্যার রাত, অর্থাৎ আজ আকাশ থাকবে একদম অন্ধকার যা উল্কাবৃষ্টি দেখার জন্য আদর্শ পরিবেশ তৈরি করবে।
নাসার তথ্যমতে, আজ রাতের আকাশে প্রতি ঘণ্টায় দেখা যেতে পারে ২০টির মতো উল্কা। এদের গতি ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার, এবং এদের উৎপত্তি বিখ্যাত হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণায়। উল্কাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে উঠে তৈরি করবে ঝলমলে আলোর রেখা। বড় উল্কাগুলো অনেক সময় এতটাই উজ্জ্বল হয় যে এগুলোকে ‘অগ্নিগোলক’ বলা হয়।
এদিকে, একই রাতে আকাশে দেখা যেতে পারে ‘কমেট লেমন’ (C/2025 A6) ও ‘কমেট সোয়ান’ (C/2025 R2) নামের দুটি ধূমকেতু। বিজ্ঞানীরা জানান, সূর্যাস্তের পর প্রায় দেড় ঘণ্টা পরে এগুলো সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও দেখা সম্ভব, তবে দুরবিন বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও স্পষ্টভাবে দেখা যাবে।
উল্কাবৃষ্টি ও ধূমকেতু দেখার জন্য বিশেষজ্ঞরা শহরের বাইরে অন্ধকার ও খোলা জায়গায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। আলোকদূষণ থেকে যত দূরে থাকা যাবে, এই মহাজাগতিক সৌন্দর্য তত ভালোভাবে উপভোগ করা সম্ভব।
আজকের রাত হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানের ভক্ত ও আকাশপ্রেমীদের জন্য এক জাদুকরী অভিজ্ঞতা।
