জুলাই গণঅভ্যুত্থান

রামপুরা-বনশ্রী এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি চালানো সেই কর্নেল রেদওয়ান কারাগারে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম

রামপুরা-বনশ্রী এলাকায় ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনাল এই  আদেশ দেন।

এর আগে, বুধবার সকালে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। 

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জুলাই আন্দোলনের সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন।  একইসঙ্গে দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

ট্রাইব্যুনাল-সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।  বিচার শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ১৫ জন সামরিক কর্মকর্তার জামিনের আদেশ নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে ১৪ জন বর্তমানে সক্রিয় দায়িত্বে আছেন, আর একজন অবসরোত্তর ছুটিতে রয়েছেন।

DR/FJ