২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ২৭ মার্চ থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা সূত্রে জানা গেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী- ২৭ মার্চ: ‘সি’ ইউনিট (বাণিজ্য বিভাগ), ৩ এপ্রিল: ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ), ১০ এপ্রিল: ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ)। তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ পরবর্তী সভায় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
সভায় ইউজিসির সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। এ সময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
চবিতে উত্তেজনা: হট্টগোলের পর একজনকে ছাড়া বাকিদের শপথ