ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গনপদ্দীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম

শেরপুরের নকলা উপজেলার ১নং ডিজিটাল গণপদ্দী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে গনপদ্দী বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং নকলা-নালিতাবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন গণঅভ্যুত্থানে শহীদ শফিকের মা জনাব কাঞ্চনী বেগম।

বক্তারা বলেন, ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জনগণের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

NJ
আরও পড়ুন