মেহেরপুরের গাংনীতে দ্রুত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুজন মিয়া (৩৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া উপজেলার খড়মপুর গ্রামের ইমাদুল ইসলামের ছেলে এবং মালয়েশিয়া প্রবাসী।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসেন সুজন। বুধবার রাতে মহিষাখোলা গ্রামের দিক থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আড়পাড়া গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের প্রাচীরের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানো আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ফারুক হোসেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩