ঢালিউডের অমর নায়ক সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই তারকা। দীর্ঘদিন ধরে ঘটনাটি ‘আত্মহত্যা’ হিসেবে বিবেচিত হলেও, প্রায় ২৯ বছর পর নতুন মোড় নিয়েছে মামলাটি। এখন এটি হত্যা মামলা হিসেবে পুনঃতদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ।
সম্প্রতি মামলার নতুন তদন্তে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১৯৯৭ সালে দেয়া এক জবানবন্দিতে (১৬৪ ধারায়) ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ স্বীকার করেছিলেন সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তার দাবি, ‘সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার কিলিং কনট্রাক্ট।’
রেজভীর সেই জবানবন্দি অনুযায়ী, ‘সালমান শাহকে হত্যার চুক্তি করেছিলেন তার শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন চলচ্চিত্রের খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ফারুক, ডেভিড, জাভেদসহ আরও কয়েকজন।’
রেজভী বর্ণনা দেন, ‘১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের এক বারে বসে হয় হত্যার পরিকল্পনা। সেখানে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী নিজে। সে সময় ফারুক জানান, সামিরার মা লতিফা হক লুসি সালমানকে হত্যা করতে মোট ১২ লাখ টাকা দেবেন। প্রথমে ৬ লাখ টাকা আগাম এবং কাজ শেষে আরও ৬ লাখ টাকা পরিশোধের চুক্তি হয়। পরিকল্পনা অনুযায়ী প্লাস্টিকের দড়ি, সিরিঞ্জ ও ক্লোরোফর্মসহ হত্যার সরঞ্জামও প্রস্তুত করা হয়।’

রেজভীর ভাষ্য অনুযায়ী, ‘৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই সালমান শাহর ইস্কাটন প্লাজার বাসায় প্রবেশ করেন। সে সময় ঘুমন্ত সালমান শাহকে ক্লোরোফর্মের মাধ্যমে অচেতন করা হয়। উপস্থিত ছিলেন সামিরা হক, তার মা লুসি এবং আত্মীয়া রুবি। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এরপর আজিজ মোহাম্মদ ভাই ইনজেকশন পুশ করার নির্দেশ দেন, এবং অল্প সময়ের মধ্যেই সালমান শাহ মারা যান। পরদিন সকালে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে তাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়।’
সালমান শাহর মৃত্যুর পর বিভিন্ন সময়ে গঠিত তদন্ত কমিটিগুলো ঘটনাটিকে ‘অপমৃত্যু’ বলে অভিহিত করেছিল। কিন্তু পরিবারের দাবি ছিল, এটি স্পষ্টতই একটি হত্যাকাণ্ড। অবশেষে ২৯ বছর পর তাদের সেই দাবিরই প্রতিফলন ঘটল অপমৃত্যুর মামলা রূপ নিলো হত্যা মামলায়।
নতুন মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। অন্য ১০ আসামি হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে পুলিশ
সালমান শাহ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ
সালমান শাহ’র মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা