গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রফেসর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ পুকুর থেকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান শহিদুল। একপর্যায়ে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে বাঁচাতে গেলে শহিদুলও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মরদেহ দেখতে পান। পরে গ্রামবাসীর সহায়তায় মরদেহ দুটি বাড়িতে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শিশুর মৃত্যু 