ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বোয়ালখালীতে ২ সিএনজি অটোরিকশা চুরি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
চট্টগ্রামের বোয়ালখালীতে ২টি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পথে বসেছেন ২ অটোরিকশার চালক।
 
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালামিয়া স্কুল এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
 
কালায়ারহাট এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে—ভোর ৪টার দিকে একদল চোর সিএনজিগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে।
চুরি হওয়া অটোরিকশাগুলোর চালক মো. রমজান ও মো. নয়ন জানান, তারা প্রতিদিনের মতো গতকাল রাতে দারোগার বাড়ির একটি ঘরে মাসিক ভাড়ায় গাড়ি রেখে যান। সকালে গাড়ি বের করতে গিয়ে দেখেন, দুটি অটোরিকশাই নেই।
 
চালকরা জানান, জমি বিক্রির টাকা ও কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন তারা। চুরির ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন দুজনই।
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সিএনজি চালকরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। আমরা তদন্ত করে দেখছি।
NJ
আরও পড়ুন