ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার শুরু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২৭ এএম

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের অধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।

এতে বলা হয়, ‘তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পে গতকাল ( শুক্রবার) থেকে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার শুরু হয়েছে।

পেট্রোবাংলার আওতাধীন বাপেক্স তাদের বিজয়-১১ রিগ ব্যবহার করে এই ওয়ার্কওভার কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার শেষ হবে। 

বার্তায় আরও বলা হয়, ওয়ার্কওভার শেষ হওয়ার পর হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে উৎপাদনের অতিরিক্ত ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দৈনিক জাতীয় গ্রিডে যোগ হবে।

HN
আরও পড়ুন