আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী ডিয়েলা ‘গর্ভবতী’ তার গর্ভে রয়েছে ৮৩ জন সন্তান। তবে এখানে বাস্তব গর্ভধারণের অর্থ নেই, রামা এটি ব্যবহার করেছেন রূপক অর্থে।
রামা বার্লিন গ্লোবাল ডায়ালগে বলেছেন, ডিয়েলাকে নিয়োগ করা ছিল একটি বড় ঝুঁকি কিন্তু ফল ভালো হয়েছে, তাই এবার সে ‘৮৩ জন সন্তান ধারণ করেছে’ অর্থাৎ ডিয়েলার ভিত্তিতে তৈরি হবে ৮৩টি আলাদা এআই সহকারী। আলবেনিয়ার সংসদে বর্তমানে সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদ রয়েছে; প্রতিটি সাংসদের জন্য একটি করে এআই সহকারী তৈরির পরিকল্পনা নিয়েই রামার এই বক্তব্য।
প্রধান লক্ষ্য সংসদীয় কার্যাবলি রেকর্ড রেখে সদস্যদের মিস করা আলোচনা বা ঘটনার সংক্ষিপ্ত সার দেয়া। রামা বলেন, ‘এই শিশুদের কাছে তাদের মায়ের জ্ঞান থাকব’ অর্থাৎ ডিয়েলা যা শিখবে, সেই জ্ঞানও এসব সহকারীদের মধ্যে ভাগ হয়ে যাবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি কোনো সাংসদ বাইরে গিয়ে কোন আলোচনা মিস করেন, তাহলে ওই এআই সহকারী ফিরে এসে তার সারমর্ম জানাবে এবং প্রয়োজনে কাকে কিভাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো যায় তাও পরামর্শ দেবে।
রামা আশা করেছেন ২০২৬ সালের শেষ নাগাদ এই এআই সিস্টেম সম্পূর্ণরূপে কার্যকর হবে। এই প্রকল্পকে তিনি আলবেনিয়ার ডিজিটাল উদ্যোগ ও সংসদীয় কার্যকারিতা বাড়ানোর অংশ হিসেবে উপস্থাপন করেন।
দুর্নীতি কমাতে ভার্চুয়াল ‘এআই মন্ত্রী’ নিয়োগ দিলো আলবেনিয়া