ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের সামরিক নেতৃত্ব পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ সময় যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার, পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করবে এবং প্রতিরক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

DR/FJ
আরও পড়ুন