ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় নবম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৭ এএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ নবম স্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৫৫, যা স্বাস্থ্যকর বলে বিবেচিত।  

এই স্কোর নির্দেশ করে যে ঢাকার বাতাস বর্তমানে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল গোষ্ঠীর (যেমন: শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি) জন্য তা গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। 

বুধবার (২৯ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানায়।

আইকিউএয়ারের বায়ুমান স্কেল অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে জনসাধারণকে নিম্নলিখিত সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঢাকা ছাড়াও যে আট শহরের বাতাস আজ বেশি দূষিত তার মধ্যে রয়েছে- পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, চীনের বেইজিং, পাকিস্তানের করাচি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, চীনের উহান, নেপালের কাঠমান্ডু ও ইন্দোনেশিয়ার জাকার্তা। 

দীর্ঘদিন ধরে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা দূষণের প্রধান উৎস হিসেবে কাজ করছে, যা শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদি ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশেষজ্ঞরা নির্মাণ কাজের ধুলা, যানবাহনের ধোঁয়া এবং ইটভাটার নির্গমনকে এই দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। 

SN
আরও পড়ুন