ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে অনার স্মার্টফোন কেনার সুযোগ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম

বিশ্বখ্যাত এআই প্রযুক্তিনির্ভর স্মার্টডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার বাংলাদেশে চালু করেছে কার্ডবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার নতুন সুবিধা। ২০২৫ সালের ২৬ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই উদ্যোগের মাধ্যমে এখন ক্রেতারা কোনো ব্যাংক ক্রেডিট কার্ড ছাড়াই শুধুমাত্র নগদ অর্থের মাধ্যমে সহজ কিস্তিতে অনার স্মার্টফোন কিনতে পারবেন।

নতুন এই স্কিমের আওতায় গ্রাহকরা তাদের পছন্দের যেকোনো অনার স্মার্টডিভাইস কিনতে পারবেন দামের ২০ থেকে ৫০ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট হিসেবে দিয়ে। বাকি অর্থ ৩ থেকে ৬ মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে।

অনারের এই ক্যাশ-নির্ভর কিস্তি সুবিধায় থাকবে দ্রুত অনুমোদন প্রক্রিয়া, যা মাত্র ২০ মিনিটে সম্পন্ন হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে ঝামেলামুক্ত ও নিরাপদ। সেবাটি আপাতত শুধুমাত্র দেশের বিভিন্ন অনার অফিশিয়াল ব্র্যান্ডশপে পাওয়া যাবে।

এ বিষয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা এমন একটি পেমেন্ট অপশন তৈরি করতে চেয়েছিলাম যা সবার জন্য সুবিধাজনক। অনেক ক্রেতা নতুন স্মার্টফোন নিতে চান, কিন্তু প্রচলিত কিস্তি পদ্ধতিগুলো অনেক সময় জটিল বা ব্যয়বহুল হয়। আমাদের কার্ডবিহীন সেবার মাধ্যমে কিস্তিতে ফোন কেনা এখন আরও সহজ ও সাশ্রয়ী হয়েছে।’

তিনি আরও জানান, যদিও এখানে সামান্য সার্ভিস চার্জ প্রযোজ্য, তারপরও নগদ টাকায় কিস্তি পরিশোধের সুযোগ ক্রেতাদের জন্য বড় সুবিধা তৈরি করবে।

কার্ডবিহীন কিস্তি সুবিধা নিতে ক্রেতাদের সঙ্গে রাখতে হবে-

  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
  • আয়ের প্রমাণপত্র
  • চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস আইডি কার্ড
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স
  • পরিবারের একজন সদস্য বা আত্মীয়ের গ্যারান্টর এনআইডি
  • ব্যাংক, বিকাশ বা নগদের গত তিন মাসের স্টেটমেন্ট
  • সর্বশেষ বিদ্যুৎ বিল

অনার জানিয়েছে, গ্রাহকরা চাইলে অনার বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। পাশাপাশি, নিকটস্থ অনার ব্র্যান্ডশপের ঠিকানা ও অবস্থানও সেখান থেকে পাওয়া যাবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন বাজারে অনার আরও একধাপ এগিয়ে গেল, বিশেষ করে তাদের জন্য যারা কিস্তিতে ফোন কিনতে চান কিন্তু ক্রেডিট কার্ড সুবিধা নেই।

NB/SN
আরও পড়ুন