নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর ও ৪ জন আহত হওয়া ঘটনা ঘটেছে।
পুলিশ, এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী এবং উতিৎপুরা ইউনিয়নের আগুয়ান্দি গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মরদাসাদী গ্রামের নোয়াব আলী ও জলিলসহ ৪/৫ জন সিএনজি যোগে উচিৎপুরা বাজারে এসে ওই এলাকার বাদশা মিয়ার ছেলে নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত নুরু মিয়াকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরু মিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের অনুমানিক ২০০/২৫০ জন লোক দেশীয় অস্ত্রসহ উচিৎপুরা বাজারে জড়ো হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে ৩ পুলিশ সদস্য অহত হন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, থানার অফিসার ইনচার্জের ব্যবহৃত সরকারি ডাবল কেবিন গাড়ির গ্লাস ভাঙচুর করে জনতা। উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় উভয় গ্রামের লোকজনের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
টঙ্গীতে ২০ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর