ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারতের রাষ্ট্রীয় কোম্পানি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মস্কোর দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এদিকে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধক কোম্পানি এইচপিসিএল-মিত্তল এনার্জি জানিয়েছে, নিষেধাজ্ঞার পর তারা রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে।

 

এইচপিসিএল-মিত্তল এনার্জি লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাশিয়ান অপরিশোধিত তেল কেনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী নিবাস মিত্তল ও রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (এইচপিসিএল) যৌথ উদ্যোগ।

 

বুধবার (২৯ অক্টোবর) জারি করা বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

গত আগস্টে ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, ভারত মস্কোর কাছ থেকে কম দামে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার ইন্ধন জোগাচ্ছে।

 

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভাব্য মার্কিন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে রাশিয়া থেকে তেল কেনা কমাতে সম্মত হয়েছেন। তবে ভারত এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

 

এদিকে রুশ অপরিশোধিত তেলের প্রধান ভারতীয় বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত সপ্তাহে বলেছিল, তারা ওয়াশিংটনের নিষেধাজ্ঞার পাশাপাশি এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞাগুলির প্রভাব মূল্যায়ন করছে।

 

কোম্পানির একজন মুখপাত্র বলেন, ভারতের যেকোনো নির্দেশিকা মেনে চলার পাশাপাশি ইউরোপে পরিশোধিত পণ্য আমদানির ক্ষেত্রে ইইউর নির্দেশিকা মেনে চলা হবে। সূত্র : এএফপি

HN
আরও পড়ুন