ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, নতুন আক্রান্ত ৫০৬

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৬ জন নতুন রোগী।

শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে মশাবাহিত রোগে মোট মৃত্যু ২৭৮ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৯,৮৬২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে ২১৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন রোগী রয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৫৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যার ফলে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৬৬,৮০২ জন।

DR
আরও পড়ুন