ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

রাজধানীর খিলগাঁও থানার ৬ নাম্বার শান্তিপুর কালভার্ট এলাকার লেক থেকে মোজাফফর হোসেন (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২ নভেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁও থানার ৬ নম্বর শান্তিপুর কালভার্ট লেকে এক ব্যক্তিকে ভাসতে দেখে স্থানীয় জনতা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃতের পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে তার নাম মোজাফফর হোসেন বলে জানতে পারি। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিবারকে খুঁজে বের করতে পারিনি। তার জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা পেয়েছি সেখানে  অফিসার পাঠানো হয়েছে। ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। এটা আত্মহত্যা না অন্য কোনো বিষয় তা জানা যায়নি।

DR/FJ
আরও পড়ুন