নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম মোস্তফা মিয়া (৬৫)। ঘাতক ছেলের নাম সাজ্জাদ মিয়া (২৫)।
জানা গেছে, গতকাল রাতে খাবার খেয়ে নিজ বসতঘরে শুয়ে ছিলেন মোস্তফা মিয়া। রাত ১০টার দিকে সাজ্জাদ ঘরে ঢুকে তার বাবাকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে।
সাজ্জাদের স্বজনদের দাবি, সে একজন মানসিক রোগী। বিভিন্ন সময়ে তাকে মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ