সাধারণত ক্যামেরার সামনে গম্ভীরভাবেই দেখা যায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তবে সম্প্রতি প্রকাশিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ এর ট্রেলার অনুষ্ঠানে দর্শকরা দেখেছেন ভিন্ন এক আরিয়ানকে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের কিং খান শাহরুখও।

এক সাক্ষাৎকারে আরিয়ান বলেছিলেন, ‘আমার কাজটা সবাই দেখবেন আশা করি। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার। ফল যাই হোক, পাপা পাশে আছেন।’ তার মুখে ‘পাপা’ শব্দটি শুনে আবেগাপ্লুত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু শুটিং সেটে বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন সেখানে শাহরুখকে ‘পাপা’ নয়, বরং ‘স্যার’ বলেই ডাকেন আরিয়ান।

সম্প্রতি কোরিওগ্রাফার মুদাসসের খান এক সাক্ষাৎকারে বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমি ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর শুটিংয়ে কাজ করেছি। একবার শাহরুখ স্যার ভ্যানিটিতে ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ঢোকার পরও সে অপেক্ষা করছিল। কথাবার্তা শেষ হলে আরিয়ান বলল, ‘স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।’

মুদাসসের আরও বলেন, ‘কাজের জায়গায় আরিয়ান কখনও ‘বাবা’ শব্দটি ব্যবহার করে না। পুরো সময় সে পেশাদার আচরণ বজায় রাখে এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করে। আমি যদি তার জায়গায় থাকতাম, হয়তো ‘বাবা’ বলতাম। কিন্তু আরিয়ানের এই বিনয়ী ও প্রফেশনাল আচরণ সত্যিই প্রশংসনীয়।’

উল্লেখ্য, আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহ। সিরিজটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
