‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালাচ্ছেন, যা রোববার (৯ নভেম্বর) বিকেল পর্যন্ত ১২৮ ঘণ্টা পেরিয়েছে। দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দেখা গেছে, মূল ফটকের সামনেই শুয়ে আছেন তারেক রহমান। তার ডান হাতে ক্যানুলা লাগানো। স্যালাইন চলছে, বাম হাতেও মেডিক্যাল টেপ রয়েছে। তাকে ঘিরে রয়েছে উৎসুক জনতা ও সাংবাদিকরা। দলটির সদস্যরা কাগজে কত ঘণ্টা অনশন চলছে তা লিখে কিছুক্ষণ পরপর প্রদর্শন করছেন।
দলের নেতা-কর্মীরা জানিয়েছেন, ‘সকাল থেকে তারেক রহমানের স্যালাইন চলছে, তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না এবং দিনের বেশির ভাগ সময় শুয়ে থাকেন। কিছুক্ষণ পরপর চোখ মেলছেন। উপস্থিত লোকজনকে তিনি নিজ দলের কাগজপত্র দেখিয়ে অভিযোগ করছেন, যে নিবন্ধনের শর্ত পূরণ সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দিচ্ছে না।’
দলের পক্ষ থেকে বলা হয়, ইসির একজন যুগ্ম সচিব অনশন ভাঙানোর জন্য এসেছিলেন, কিন্তু তারেক রহমান বলেছেন নিবন্ধন না পাওয়া পর্যন্ত এখান থেকে সরে যাবেন না।
রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য প্রতিষ্ঠা করা যায় না: আমীর খসরু