ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কন্যা সন্তানের বাবা হলেন রাজকুমার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

বাবা হলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। কন্যাসন্তানের মা হয়েছেন তার স্ত্রী, অভিনেত্রী পত্রলেখা। চলতি বছর বলিউড তারকাদের পরিবারে নতুন অতিথি আগমনের ধারায় যোগ হলো এই তারকা দম্পতিও।

শনিবার ছিল রাজকুমার রাও–পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী। আর এ বিশেষ দিনেই তাদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি শেয়ার করেছেন রাজকুমার রাও নিজেই।

তিনি লিখেছেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।’

পরবর্তীতে দম্পতির পক্ষ থেকে একটি যৌথ বার্তায় জানানো হয়, ‘আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গেছি! ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি।’ জানা গেছে, নবজাতক ও মা দু’জনেই সুস্থ আছেন।

দীর্ঘ এক দশক সম্পর্কে থাকার পর ২০২১ সালের ১৫ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাজকুমার রাও ও পত্রলেখা। বিয়ের পর একাধিকবার পত্রলেখার গর্ভধারণ নিয়ে গুজব ছড়ালেও অবশেষে সত্যিকারের সুখবরই পেলেন ভক্তরা।

NB
আরও পড়ুন