ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

টানা ভারী বৃষ্টির পর সৃষ্ট ভূমিধসে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধার তৎপরতা চলছে।

শনিবার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির দুর্যোগ কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান, ‘বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলাকাপ শহরের সিবেউনিয়িং গ্রামে ভূমিধসটি ঘটে এতে এক ডজনের মতো বাড়ি চাপা পড়ে।’

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান বলেছেন, ‘আমরা আরও তিনটি মৃতদেহ উদ্ধার করেছি। ফলে এখনও ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’

তিনি জানান, ‘ঘটনাস্থলটি উদ্ধারকর্মীদের জন্য চ্যালেঞ্জিং। চাপা পড়া ঘরবাড়ির বাসিন্দারা ৩ থেকে ৮ মিটার (১০-২৫ ফুট) গভীরে চাপা পড়েছেন।’

দেশটির আবহাওয়া সংস্থা জানায়, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে সেপ্টেম্বর থেকে বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং তা এপ্রিল পর্যন্ত চলবে। এর ফলে অনেক এলাকায় বন্যা ও চরম বৃষ্টিপাতের ঝুঁকি বেড়েছে।’

এর আগে জানুয়ারিতে প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট আরেকটি ভূমিধসে সেন্ট্রাল জাভার পেকালোনগান শহরে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল।

DR
আরও পড়ুন