ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহ:  দুই আসামি ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

ঢাকার হাইকোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে আশরাফুল হক নামে রংপুরের এক ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় গ্রেপ্তার আসামি জারেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার প্রেমিকা শমীমা আক্তার ওরফে কহিনুরের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাদের কিছু বলার আছে কিনা জানতে চাইলে কিছু বলার নেই বলে জানান আসামিরা।

বৃহস্পতিবার (১৩নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাইকোর্ট এলাকার সামনে ড্রামে পাওয়া যায় রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) ২৬  টুকরা মরদেহ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে  মূলহোতা নিহতের বন্ধু জরেজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর আশরাফুল ও জরেজের পরিচিত শামীমাকে গ্রেপ্তার করে র‌্যাব।

২৬ টুকরা লাশের প্রথমে পরিচয় পাওয়া না গেলেও আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ থেকে পরিচয় শনাক্ত করা হয়। জানা যায়, লাশটি রংপুরের বদরগঞ্জ উপজলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশরাফুল হকের।

এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় একটি মামলা করেন আশরাফুলের বোন।

FJ
আরও পড়ুন