দেশের জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ সিজন-৩ শুরু থেকেই একের পর এক চমক দিয়ে আসছে। এ পর্যন্ত প্রকাশিত সাতটি গান দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার এ মঞ্চে আসছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
কোক স্টুডিওয়ের দর্শক-শ্রোতাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার কণ্ঠে একটি গান শোনার। এবার অনুরাগীদের সেই প্রত্যাশা পূরণ করছে কোকো স্টুডিও। জানা গেছে, এই গায়িকার জনপ্রিয় গান ‘মাস্ত কালান্দার’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। গতকাল শনিবার (১৬ নভেম্বর) ‘কোক স্টুডিও বাংলা’অফিসিশায়ল ফেসবুক পেজে রুনা লায়লার একটি ছবি প্রকাশ করে চমক দিয়েছে তারা।

১৭ নভেম্বর গায়িকা ৭৩ বছরে পা রাখবেন। জন্মদিনের আগে দর্শকদের জন্য বড় উপহার নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘কোক স্টুডিও বাংলা’র ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, চেনা রূপেই হাজির হয়েছেন রুনা লায়লা।
রুনা লায়লার ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তেই মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। একজন লিখেছেন, ‘এটা মহাকাব্যিক হতে চলেছে!’, অন্য একজন লিখেছেন, ‘অবশেষে কিংবদন্তি, যার জন্য আমি অপেক্ষা করছিলাম’। কেউ লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এই গানটি এ সিজনের সর্বচ্চো ভিউ হবে’। আরও একজন মন্তব্য করেছেন, ‘সম্ভবত এটি কোক স্টুডিওর ইতিহাসে সবচেয়ে বড় ধামাকা হতে চলেছে’।

গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা। ‘তাতি’, ‘মালো মা’র পর ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ গানটি প্রকাশ পায়।
আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতল ‘সাইয়ারা’