ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যম। 

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতা মানবতাবিরোধী যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন কেউ কেউ তারও বিস্তারিত প্রকাশ করেছে।

অনেক গণমাধ্যম আদালতের বিচারকাজ নিয়ে হাসিনার অসন্তুষ্টি ও আপত্তির কথা উল্লেখ করেছে। মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘রায় আগে থেকে ঠিক করা’ বলে তার মন্তব্যের কথাও আছে কোথাও কোথাও।

বাংলাদেশের অনেক গণমাধ্যমের মতো বিবিসি, ডয়েচে ভেলে ও আল জাজিরা সোমবার সকাল থেকেই তাদের অনলাইন ভার্সনে হাসিনার রায় নিয়ে লাইভে ছিল।

‘এক্স বাংলাদেশ লিডার শেখ হাসিনা সেনটেন্সড টু ডেথ ওভার ব্রুটাল প্রোটেস্ট ক্র্যাকডাউন’ শিরোনামের প্রতিবেদনে তারা এ রায়ের এ দিনকে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে। রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলা শেখ হাসিনার প্রতিক্রিয়াও ছেপেছে তারা।

আল জাজিরায় ‘বাংলাদেশ’স হাসিনা সেনটেন্সড টু ডেথ ফর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি’ শিরোনামের প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অভিযোগের বিস্তারিত আছে। এ রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে ‘গুরুতর প্রভাব’ ফেলবে বলেও মনে করছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রায়ের পর আদালত চত্বরে আনন্দের হিল্লোল ছড়িয়ে পড়ার কথাও জানায় তারা।

রায়ের আগে হাসিনার ছেলের জয়ের এক বিশেষ সাক্ষাৎকারও ছাপায় তারা। যেখানে বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে সহিংসতা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারিও এসেছে তার কাছ থেকে।

গত বছরের গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতে হওয়া বিচারে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা এসেছে রুশ গণমাধ্যম আরটি’র খবরেও। রায়ের আগে ধানমন্ডি ৩২ নাম্বার অভিমুখে আওয়ামী লীগ বিরোধীদের বিক্ষোভের কথাও জানিয়েছে তারা।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

রায়ে আদালত বলেন, ‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন, মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তাকে ৫ বছরের সাজা দেওয়া হয়।
 
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল। ৪৫৩ পৃষ্টার ওই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত।

DR/FJ
আরও পড়ুন