ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিজয় দিবসকে ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা নেই। বরং আগের তুলনায় আরও বেশি কর্মসূচি হবে।’

তবে এবারও আগের বছরের মতো বিজয় দিবসের প্যারেড আয়োজন করা হচ্ছে না বলেও জানান তিনি।

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা ছিলো না, তদন্তের পর জানাতে পারবেন।

DR/AHA
আরও পড়ুন